Terms of service


By accepting our services, online gambling, money laundering, terrorist activities, or any other such criminal activities are strictly prohibited. Exchange bestusd authorities will not be liable in any way for using this service for the crime. Legal action may also be taken if necessary.

আমাদের সেবা গ্রহণ করে অনলাইনে জুয়া, অর্থ পাচার (মানি লন্ডারিং), সন্ত্রাসী কর্মকাণ্ড বা এ জাতীয় যেকোনো অপরাধ জনিত কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অপরাধের জন্য এ সার্ভিস ব্যবহার করলে bestusd  কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। প্রয়োজনে আইনানুগত ব্যবস্থাও নেওয়া হতে পারে।

 

All the time you have to send money or dollars to the update number or account given on our website. Otherwise, we will not take responsibility if the money goes to the dollar.

 

সব সময় আমাদের ওয়েবসাইটে প্রদত্ত আপডেট নাম্বারে বা একাউন্টে টাকা  বা ডলার সেন্ড করতে হবে। অন্যথায় টাকা ডলার চলে গেলে আমরা এর দায় ভার গ্রহণ করবো না।

 

Even if the amount of USD or dollar is a little less or more, it is requested to order Dollar Buy BD / Dollar Sell BD by the round figure of BDT or amount of money. Such as: 250, 500, 1000, 1500, 2000, 3000, 5000 TK. Otherwise the relevant gateway fee (if applicable). If you send a dollar without a round figure of money, the money will be deducted 4% round figure fee and the rest will be paid.

 

USD বা ডলারের পরিমাণ একটু কম বা বেশি করে হলেও BDT বা টাকার পরিমাণ Round Figure করে Dollar Buy BD / Dollar Sell BD Order করার জন্য অনুরোধ করা হচ্ছে। যেমন: 250, 500, 1000, 1500, 2000, 3000, 5000 TK । অন্যথায় সংশ্লিষ্ট গেটওয়ের ফী (যদি প্রযোজ্য হয়)। টাকার রাউন্ড ফিগার ছাড়া ডলার সেন্ড করলে টাকা 4%  রাউন্ড ফিগার ফি কাটা হবে এবং বাকিটা পেমেন্ট করা হবে।

 

Can't be rushed when ordering and can't be rushed for payment after ordering. In many cases, the wrong order is submitted and payment is made at the wrong address. So without rushing the admin for payment, check your order 2-3 times and then submit.

 

অর্ডার করার সময় তাড়াতাড়ি করা যাবে না এবং অর্ডার করার পর পেমেন্টের জন্যও তাড়াতাড়ি করা যাবে না। এতে অনেক সময় ভুল অর্ডার সাবমিট হয় এবং ভুল এড্রেসে পেমেন্ট করা হয়। সুতরাং এডমিনকে পেমেন্টের জন্য তাড়া না দিয়ে আপনার অর্ডারটি ২-৩ বার চেক করে তারপর সাবমিট করুন।

 

If you submit the wrong number or account in the order, the responsibility is entirely yours. In that case, we will not pay a second time. We will not cancel and send you again, in many cases the transfer limit. However, if we get your funds back, you will be sent back when we get back automatically (if our account is still valid) as per the rules of the respective gateway. In this case, we must knock after a certain period.

 

আপনি অর্ডারে ভুল নাম্বার বা একাউন্ট সাবমিট করলে এর দায়ভার সম্পূর্ণ আপনার। সেক্ষেত্রে আমরা দ্বিতীয়বার পেমেন্ট করবো না। আমরা ক্যান্সেল করে আবার আপনাকে সেন্ড করবো না, এতে অনেক ক্ষেত্রে ট্রান্সফার লিমিট হয়ে যায়। তবে যদি আপনার ফান্ড আমরা ফিরে পাই, তাহলে সংশ্লিষ্ট গেটওয়ের নিয়ম মাফিক যখন অটোমেটিকলি ফেরত পাবো (যদি আমাদের একাউন্ট ততোদিন ঠিক থাকে), তখন আপনাকে আবার সেন্ড করা হবে।  এক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের পর অবশ্যই আমাদেরকে নক করতে হবে।

 

Prices may change at any time. So you have to look at the updated price while ordering.

যেকোনো সময় মূল্য পরিবর্তন হতে পারে। তাই অর্ডার করার সময় আপডেটেড মূল্য দেখে নিতে হবে।

 

Do not send dollars directly from the client's account (do not deal with third parties). Dollars bestusd must be sent from your account / in your own hand.

 

সরাসরি ক্লাইন্টের একাউন্ট থেকে ডলার পাঠাবেন না (থার্ড পার্টি ডিল করবেন না)। ডলার/টাকা অবশ্যই নিজের একাউন্ট থেকে/নিজের হাতে পাঠাতে হবে।

 

You will have to bear all the charges for the transaction.

ট্রানজেকশনের ক্ষেত্রে সবধরণের চার্জ আপনাকেই বহন করতে হবে।

 

We always maintain the serial and complete the order.

আমরা সব সময় সিরিয়াল মেন্টেইন করে অর্ডার কমপ্লিট করে থাকি।

 

Bad reviews are not acceptable if the admin receives late service by ordering while offline or with special notice.

এডমিন অফলাইন থাকাবস্থায় বা বিশেষ কোনো নোটিশ থাকাবস্থায় অর্ডার করে লেট সার্ভিস পেলে তার জন্য বেড রিভিউ গ্রহণযোগ্য নয়।

 

If the site provides an incorrect calculations due to a technical problems, we will calculate it manually and send you the correct amount.

টেকনিক্যাল প্রবলেমের কারণে সাইট যদি ভুল হিসাব প্রদান করে, সেক্ষেত্রে আমরা সেটি ম্যানুয়্যালি হিসাব করে আপনাকে সঠিক এমাউন্ট সেন্ড করবো।